Ads

অন্যের ভালো মানে নিজের ভালো/ কিভাবে?

বন্ধুরা সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের যে পোষ্ট তা একবারে অন্যরকম। কিন্তু কি করবো। আমরা বাংলাদেশের লোকেরা অন্য দেশ  থেকে পিছিয়ে পরতে চাই না। আর তাইতো এই পোষ্টটি নিয়ে হাজির হলাম।
প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি।

একটি ছোট্ট শহরে একটি রাজা ছিলেন। তিনি ছিলে খুবই কড়া। সবাই তাকে জমের মতো ভয় করতেন। আর সম্মান করতেন। সেই রাজার ভালো দিক হলো তিনি মানুষের কখনই ক্ষতি করতেন না। বরং মানুষকে সাহায্য করতেন। একদিন রাজা সবাইকে পরীক্ষা করার জন্য তার রাজমহলের সামনে একটি পুকুর খুরতে বললেন। সেটা খুরা হয়ে গেলে রাজা ঘোষনা দিলেন যে তিনি পরদিন যেন এই পুকুরটি দুধ দিয়ে ভরা নো  দেখেন। কিন্তু রাতে সবাই এলো কিন্তু সবাই ভাবলো যে সবাই তো দুধ দেবে আমি পানি দিলে কি হবে। এভাবে সেই পুকুরে রাতের অন্ধকারে সবাই পানি দিয়ে তা পুরণ করে ফেললেন। পর দিন রাজা ঘুম থেকে উঠে পুকুরের কাছে গেলেন। কিন্তু সেখানে গিযে পানি দেখে রাজার খুব রাগ হলো। তিনি তার পর থেকে ঐ এলাকার সবার ‍সুয়োগ সুবিধা বন্ধ করে দেনে। তাহলে কি হলো সবাই যদি সবার দায়িত্ব ঠিকভাবে পালন করতো তাহলে কিন্তু ঠিক ঠাক সবাই সুখে থাকতো। আমরা বাঙ্গালী আমাদের একটা স্বভাব আছে। নিজের ভালোতো আমরা যতটা না সময় ব্যায় করি তার থেকে বেশি সময় ব্যায় করি । অন্যের ক্ষতি করতে।েএটা খুব দু:ক্ষের সাথে বলতে হচ্ছে। কেন জানেন আজ ভারতে অনেক বেশি টাকা তাদের দেশে নিচ্ছে একতার কারণে কিন্তু আমরা অন্যের ভালো কিছুতে দেখতে পারি না। অনলাইনে কাউকে আগাতে দেখলে তার ক্ষতি করারর চেষ্ঠা করি এটা মোটেও ভালো ন। আসুন মিলে মিশে কাজ করি এবং দেশকে সাবলম্বি করি। ধন্যবাদ
আরো নতুন নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন B.IN.C Computer Care