Ads

চাকুরী পাওয়ার কৌশল

তোমরা যারা স্টুডেন্ট হয়েছে তারা ভাবছো কবে চাকরি পাবো এবং ভালো লাইফ লিট্ করব।

আগে দাদুর কাছে শুনতাম তাদের নাকি চাকরি দেওয়ার জন্য বাড়িতে বারবার
সরকারি চাকরিজীবীরা ঘুরপাক খেত কিন্তু বর্তমানে দেখো অবস্থাটা কি এখন
তুমি ঘুরতে ঘুরতে জুতা ছিড়ে ফেলল তোমাকে দেখার মতো আর কেউ নেই সত্যি
বলছি তো

তবে একটা কথা বলি চাকরি পাওয়াটা এখন সোনার হরিণ এটাই সত্য

যা হোক কথা না বাড়িয়ে আমরা কাজের কথায় আসি

যদি মাথার ওপর ভিত্তি করে চাকরি দেওয়া হয় তাহলে অবশ্যই সেখানে তুমিও হবে একজন

চাকুরীর প্রস্তুতি মুলক পড়ালেখাঃ

চাকুরীর পড়ালেখা করলেও অনেক সময় আমরা অনেক কিছুই কমন পাইনা। এজন্য
সবচেয়ে বেশি যে বিষয়টি দরকার সেটা হচ্ছে কৌশলী হওয়া। কারণ যে যত কৌশলী
সে তত এগিয়ে থাকে এই কথাটা মাথায় রেখো।

যেমন একটা ছোট্ট উদাহরণ দেই যে ছাত্রটা ভালো সে পড়ালেখা কম করলেও অনেক
বেশি কৌশলী হয়ে থাকে। আর তাই তাকে প্রতিটা রেজাল্ট এই ভালো করতে দেখা
যায়। যেমন ধরো ইংরেজি বইয়ের প্রশ্নের উত্তর করতে হলে আমরা প্যাসেজ থেকে
হন্য হন্য হয়ে খুজি। কিন্তু তুমি কি জানো? এর কিছু কৌশল রয়েছে যে কৌশল
গুলো ব্যবহার করলে পেসেজ না দেখেও তুমি সুন্দর করে এর উত্তর করতে পারবে।
ঠিক তেমনি সামারি লেখা চিঠি লেখা শূন্যস্থান পূরণ করা ইত্যাদি অনেক নিয়ম
রয়েছে
বিস্তারিত পড়তে ক্লিক করুন
https://infostoreyt.blogspot.com/2021/11/blog-post_27.html