Ads

শিশুদের খুব সহজে শেখানের উপায়

প্রিয় ভিউয়ার
আপনাদের সকলকে আগাম ঈদের শুভেচ্চা জানাই। আমরা সবাই চাই আমার সন্তানটি যেন পড়ালেখা শিখে বড় মানুষ হয়। কিন্তু তাদের সেই সুন্দর পরিবেশ কি আমরা দিতে পারি? নিজেকে একটু প্রশ্ন করুন তো। আমাদের দেশে যে স্কুলটি সবচেয়ে ভালো ।
তার পড়ালেখার মান কি ভালো? তাড়া কি সত্যিই বাচ্চাদের শেখাতে পারেন। না কি তারা শুধু রেজাল্ট নিয়ে কাজ করেন। কোন বিষয়টা সত্য। একটু ভাবুন তো। পড়া শেখানো না কি রেজাল্ট। কি খুজে পেলেন? রেজাল্ট তাই না। তাহলে আপনাকে একটা কথা বলে রাখি। যদি রেজাল্ট নিয়েই কাজ করছে। তবে আপনার সন্তনের জন্য ভবিষ্যতে লক্ষ লক্ষ টাকা জমাননো শুরু করুন। কারণ সে নিজেই কিছু করতে পারবে না। তাকে অনেক টাকা ঘুষ দিয়ে চাকুরি নিয়ে দিতে হবে।
তাহলে কোন দিকে মনোযোগ দিবেন। সঠিকভাবে শেখানো না কি রেজাল্ট।
চলুন  এবার মুল কথায় আসা যাক।

একটি শিশু চায় আনন্দময় পরিবেশ যেখানে তার খেলাধুলা আর শিক্ষার ব্যবস্থা থাকবে। সেটা প্রাতিষ্ঠানিক ভাবে পাওয়া খুবই কষ্ট কর। বাড়িতেই তাকে আপনি যদি সেই পরিবেশ দিতে  পারেন। তবে সে অনেক সুন্দর ভাবে তার ভিত্তি তৈরি করতে পারবে।
প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া তো কোন মুল্য নেই। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পরেও আপনার ভুমিকা অনেক বেশি।
তার জন্য আপনি যা করতে পারেন। তা হলো
ভিডিওর মাধ্যমে শিক্ষা দেওয়া।
তাকে নতুন নতুন স্থানে ঘুরতে নিয়ে যাওয়া। এবং স্থান সম্পর্কে  পরিচিতি দেওয়া
নতুন নতুন খাবার খাওয়ানো। এতে সে সৃজনশীল হয়ে উঠবে
তার সাথে পরামর্শ করা। ইত্যাদি
আরো অনেক কিছু বলার ছিল কিন্তু তা বলতে পারলাম না। তাই ক্ষমা চাইছি।

আরো নতুন নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন B.IN.C Computer Care